
ছবি: সংগৃহীত
গাজীপুরের একটি মন্দিরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মহানগরের কাশিমপুর এলাকায় শ্মশান মন্দিরে অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে এ ঘটনা ঘটে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বুধবার বিকেলে কে বা কারা নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করে।
ওই পূজামণ্ডপের সভাপতি প্রবীর দত্ত জানান, বৃষ্টির কারণে কারিগররা বুধবার বিকেলে প্রতিমা নির্মাণ কাজ বন্ধ রাখেন। বৃষ্টি থেকে রক্ষায় আংশিক প্রস্তুত প্রতিমাগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়। এই সুযোগে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে ৫-৬টি প্রতিমা ভাঙচুর করে। সন্ধ্যার দিকে মন্দিরে গিয়ে এ দৃশ্য দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পূজামণ্ডপের সভাপতি আরও বলেন, ওই দিন বিকেল চারটা থেকে ছয়টার মধ্যে কোনো এক সময় দুষ্কৃতকারীরা প্রতিমা ভাঙচুর করেছে। প্রতিমার গায়ে এখনও রংতুলির আঁচড় পড়েনি। সেগুলো এখনও কাঁচা। এ কারণে বৃষ্টির সময় ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়। সন্ধ্যার পর বৃষ্টিতে কোনো ক্ষতি হলো কিনা দেখার সময় ত্রিপল সরালে দেখা যায়, প্রতিমাদের মধ্যে গণেশের শুঁড়, কার্তিকের গলা, ঘোড়ার কান ভাঙা ও কিছু প্রতিমার শরীরে আঁচড় দেওয়া হয়েছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নির্মাণাধীন প্রতিমাগুলো ত্রিপল দিয়ে ঢাকা ছিল। দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করে। ধারণা করা হচ্ছে, মন্দিরের ভেতরে চুরি করতে ঢুকেছিল কেউ। এ সময় প্রতিমা ভাঙচুর করে তারা।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। প্রতিমা ভাঙচুর করা হয়েছে, নাকি কাঁচা থাকায় অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা তদন্ত চলছে।