Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি : জরুরি অবতরণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ১৯ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি : জরুরি অবতরণ

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বহনকারী ‘মেরিনে ওয়ান’ হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় যুক্তরাজ্যে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।ফক্স নিউজ জানিয়েছে, পরে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া নিরাপদে বিকল্প হেলিকপ্টারে চড়ে গন্তব্যে যান।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, সামান্য হাইড্রোলিক সমস্যার কারণে বিকল্প ব্যবস্থা করতে হয়েছে।তিনি বলেন, ‘অতিরিক্ত সতর্কতার কারণে পাইলটরা স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছানোর আগেই স্থানীয় বিমানবন্দরে অবতরণ করেন। প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদে নিরাপদে বিকল্প হেলিকপ্টারে চড়েছেন।’

যদিও ট্রাম্প নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে পৌঁছান। তবে হোয়াইট হাউস এই বিলম্বের কোনো কারণ জানায়নি।এদিন উড্ডয়নের কিছুক্ষণ পরেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মজা করে বলেছিলেন, তিনি আশা করেন, তারা সবাই এয়ার ফোর্স ওয়ানে করে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। তিনি রসিকতা করে বলেন, নিরাপদে উড়বেন। জানেন কেন আমি এটা বলছি? কারণ আমি এই ফ্লাইটে আছি, অন্যথায় আমি পরোয়া করতাম না।
 

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলেনে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে দুই দেশ একটি নতুন প্রযুক্তি চুক্তির ঘোষণা দেয়। যেটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশ্বে ‘প্রাধান্য বিস্তার’ করতে সাহায্য করবে। এছাড়া গাজা যুদ্ধ ও ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন দুই নেতা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables