Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৯ ১৪৩২, শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কায় তার টানা রেলগাড়ি বিধ্বস্ত হয়ে ৭ সন্ন্যাসী নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

শ্রীলঙ্কায় তার টানা রেলগাড়ি বিধ্বস্ত হয়ে ৭ সন্ন্যাসী নিহত

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ের ঢালে তার টানা রেলগাড়ি বিধ্বস্ত হয়ে তিনজন বিদেশিসহ সাতজন বৌদ্ধ সন্ন্যাসী নিহত হয়েছেন। শ্রীলঙ্কা পুলিশ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিশাল না উয়ানা বন মঠের মধ্যে একটি পাহাড়ের চূড়ায় ধ্যান কেন্দ্রে যাওয়ার উদ্দেশে বুধবার গভীর রাতে হতাহতরা গাড়ির ছোট অস্থায়ী কেবিনটিতে ভিড় করেছিলেন।পুলিশের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘গাড়িতে ১৩ জন সন্ন্যাসী ছিলেন।

দুজন সামান্য আহত হয়ে বাঁচতে সক্ষম হন। তবে আরো ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।’তিনি বলেছেন, নিহতদের মধ্যে ভারত, রাশিয়া এবং রোমানিয়ার সন্ন্যাসীও রয়েছেন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কেবল ছিঁড়ে যাওয়ার ফলে গাড়িটি দ্রুতগতিতে নিচের দিকে নেমে যাওয়ার আগে ট্র্যাক থেকে লাফিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়মঠটি রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables