
ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার চার জন শীর্ষ যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টায় কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থেকেও সংশ্লিষ্ট নেতারা জেলা যুবদলের সাথে সমন্বয় না করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন, যার মাধ্যমে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবদল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন মৃধা জেমস, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন এবং সদস্য সচিব মো. শাহাদাৎ শিকদারকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে।