Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১০ ১৪৩২, শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫

টঙ্গী ট্রাজেডি: মারা গেলেন দগ্ধ দোকান কর্মচারী আল আমিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

টঙ্গী ট্রাজেডি: মারা গেলেন দগ্ধ দোকান কর্মচারী আল আমিন

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে দগ্ধ দোকান কর্মচারী আল আমিন হোসেন বাবু (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আল আমিনের মৃত্যু হয়

চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আল আমিন হোসেন বাবুর সহকর্মী মো. আনোয়ার হোসেন জানান, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের পাশের একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে তাদের পাশের হার্ডওয়্যার ও রঙের দোকানের গোডাউনটিও ঝুঁকির মুখে পড়ে। গোডাউন থেকে মালামাল উদ্ধার করতে গিয়েই আল আমিন আগুনে দগ্ধ হন। তিনি কুড়িগ্রামের রৌমারি উপজেলার বাসিন্দা ছিলেন এবং টঙ্গী রেলওয়ে কলোনিতে থাকতেন।
 
এর আগে মর্মান্তিক এ ঘটনায় আগুন নেভানোর সময় টঙ্গী ফায়ার স্টেশনের দুই ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর টঙ্গী সাহারা মার্কেটের পাশে ওই কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। আগুন নেভাতে টঙ্গী ফায়ার স্টেশনের ৭টি ইউনিট কাজ শুরু করে। অগ্নিনির্বাপণের সময় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটলে চার ফায়ার ফাইটার এবং আল আমিনসহ স্থানীয় কয়েকজন দোকান কর্মচারী দগ্ধ হন। দ্রুতই তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables