
ফাইল ছবি
সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর সময় চার দিনব্যাপী ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে পাকিস্তানকে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা দিয়েছে চীন ও তুরস্ক বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং।
শুক্রবার দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, ৭ থেকে ১০ মে পর্যন্ত চলা ওই সংঘাতে ভারত কেবল পাকিস্তান নয়, বরং তিনটি দেশের সম্মিলিত সামরিক সহযোগিতার মুখোমুখি হয়েছিল। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।
জেনারেল সিং বলেন, চীন এই সংঘাতকে তাদের পাকিস্তানে রপ্তানিকৃত অস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের ‘লাইভ ল্যাব’ হিসেবে ব্যবহার করেছে। একইসঙ্গে তিনি বলেন, চীনের এই পদক্ষেপ ভারতের বিরুদ্ধে ‘ধার করা ছুরি দিয়ে হত্যা’র নীতির অংশ, যেখানে চীন সরাসরি না এসে পাকিস্তানকে ব্যবহার করে ভারতের ওপর আঘাত হেনেছে।
তিনি আরও দাবি করেন, চীন সংঘর্ষ চলাকালে ভারত সংক্রান্ত রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য পাকিস্তানের সঙ্গে ভাগাভাগি করেছে। জেনারেল সিংয়ের এই মন্তব্যের পর কংগ্রেস দল সংসদে ভারত-চীন সম্পর্ক নিয়ে আলোচনার দাবি জানিয়েছে।
দলটির নেতা জয়রাম রমেশ বলেন, সেনাবাহিনীর উপ-প্রধান বলেছেন কীভাবে চীন পাকিস্তান বিমানবাহিনীকে সাহায্য করেছে। অথচ প্রধানমন্ত্রী মোদি ২০২০ সালের ১৯ জুন প্রকাশ্যে চীনকে ক্লিনচিট দিয়েছিলেন। তিনি আরও বলেন, কংগ্রেস পাঁচ বছর ধরে সংসদে এই বিষয়ে আলোচনার দাবি জানিয়ে আসছে, কিন্তু মোদি সরকার তা এড়িয়ে যাচ্ছে।