Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন

ছবি- সংগৃহীত

বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রাজধানীর নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে শনিবার বাদ জোহর সম্পন্ন হয় তাঁর জানাজা।

এর আগে শেষ ইচ্ছা অনুযায়ী নারিন্দার পীর সাহেব গোসলের প্রক্রিয়া সম্পন্ন করেন এই কিংবদন্তি অভিনেতার।

প্রথম জানাজা শেষে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য সূত্রাপুরে কমিউনিটি সেন্টারে মরদেহ রাখার কথা রয়েছে এ টি এম শামসুজ্জামানের। এরপর সূত্রাপুর জামে মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

দীর্ঘ দিনের সহকর্মী আনোয়ারা, বৃন্দাবন দাশ, শাহানাজ খুশি, দীপু হাজরা, ইলিয়াস কাঞ্চন, এস এ অলিকসহ অনেকেই ইতোমধ্যে শ্রদ্ধা জানিয়েছেন এই বরেণ্য অভিনেতার প্রতি।

শনিবার সকাল ৯টা ৬ মিনিটে রাজধানীর সূত্রাপুরে অবস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান।

 

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables