Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা :অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ৮ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা :অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

ফাইল ছবি

রাজধানীর তেজগাঁওয়ে পশ্চিম তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তেজগাঁও থানায় ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন তার স্ত্রী সুরাইয়া বেগম।

আজিজুর রহমান মুছাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, কাওরান বাজারের সুপারস্টার হোটেলের দ্বিতীয় তলায় প্রতিদিনের মতো বুধবার রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় মুছাব্বির। এরপর সেখান থেকে ৮টা ১০ মিনিটে সুফিয়ান বেপারী মাসুদকে সঙ্গে নিয়ে বাসার উদ্দেশে রওনা দেয়। তারা ৮টা ২০ মিনিটে তেজতুরী বাজারে আহসানউল্লাহ ইনস্টিটিউটের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৪-৫ জন তাদের গতিরোধ করে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে মুছাব্বিরের ডান হাতের কনুই, পেটের ডান পাশে গুলি লাগে। এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে বাঁচাতে মাসুদ এগিয়ে গেলে তাকেও পেটের বাঁ পাশে গুলি করে হামলাকারীরা। মাসুদও রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাদের মৃতভেবে গুলি করতে করতে পালিয়ে যায়। মুছাব্বিরকে বিআরবি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

Walton
Walton