Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

শিগগির বড় পর্দায় দেখা যাবে বিশ্বসুন্দরী মানুষী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫, ১১ মে ২০১৯

প্রিন্ট:

শিগগির বড় পর্দায় দেখা যাবে বিশ্বসুন্দরী মানুষী

ঢাকা : বিশ্বের সবচেয়ে সুন্দরী মানুষী ছিল্লার এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাইতো ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড’-এর ৬৭তম আসরে সেরা সুন্দরীর মুকুটটি উঠেছিলো তারই মাথায়।

সেরা সুন্দরীর মুকুট জয়ের পর মানুষীকে বড় পর্দায় দেখার জন্য আশায় বুক বেঁধেছিলেন তার ভক্তরা। কিন্তু এ বিষয়ে কোনো তাড়া ছিলো না মানুষীর।

তবে, এবার হয়তো ভক্তদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। শিগগিরই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন মানুষী ছিল্লার।

প্রথমে শোনা গিয়েছিলো কারাণ জোহরের হাত ধরে বলিউড অভিষেক হবে মানুষীর। এখন শোনা যাচ্ছে- যশরাজ ফিল্মস প্রযোজিত ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করবেন এই সুন্দরী।

পৃথ্বীরাজ চৌহানের বায়োপিক নির্মাণ করছে আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। এমনটাই অনেক আগেই ঘোষণা দেওয়া হয়েছিলো।পৃথ্বীরাজ চৌহানের বায়োপিকে অক্ষয়ের স্ত্রী সংযুক্তার চরিত্রেই নাকি অভিনয় করবেন মানুষী। এরইমধ্যে নাকি সকল প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।এ বছরের শেষে শুরু হবে পৃথ্বীরাজ চৌহানের বায়োপিএ বছরের শেষে শুরু হবে পৃথ্বীরাজ চৌহানের বায়োপিকের শুটিং। এটি পরিচালনা করছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables