ফাইল ছবি
পবিত্র লাইলাতুল মেরাজ বা শবেমেরাজ আজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহ তার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ (সা.)-কে মেরাজে আরোহণের বিশেষ মর্যাদা দান করেন।
এ মহিমান্বিত রাতে তিনি মহান আল্লাহর দিদার লাভ করেন এবং উম্মতে মোহাম্মদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ বিধান নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন।
পবিত্র কোরআনে এ অলৌকিক ঘটনাকে ‘ইসরা’ (রাতের সফর) ও ‘মিরাজ’ (ঊর্ধ্বগমন) হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে মুসলিম উম্মাহর কাছে শবে মেরাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় একটি রাত।
পবিত্র শবেমেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনাসভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা এবং ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
মুসলমানরা এ রাতটি পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আসকার, দোয়া ও ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করবেন, যাতে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।




