Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩০, রোববার ০১ অক্টোবর ২০২৩

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২২, ১৩ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৯:২৪, ১৩ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান আর নেই

ফাইল ছবি

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঘুমের মধ্যে মারা গেছেন বলে জানান চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানা।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি আরও বলেন, গতকাল উনার স্ত্রী মারা গেছেন। তিনি হয়তো সে শোক নিতে পারেননি।

নব্বই দশকের আলোচিত এই পরিচালক শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন ১৯৭৭ সালে। প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৮৮ সালে। তার পরিচালিত প্রথম সিনেমার নাম 'বিশ্বাস অবিশ্বাস'। সালমান শাহ অভিনীত 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমা দিয়ে খ্যাতি লাভ করেন। 

তার পরিচালিত আলোচিত সিনেমাগুলো হলো- 'আমার দেশ আমার প্রেম', 'স্বজন', 'আমার ঘর আমার বেহেশত', 'অনন্ত ভালোবাসা', 'স্বামী ছিনতাই', 'আমার জান আমার প্রাণ', 'পরাণ যায় জ্বলিয়া রে', 'কোটি টাকার প্রেম', 'সে আমার মন কেড়েছে', 'দ্য স্পিড' ও 'লোভে পাপ পাপে মৃত্যু' ইত্যাদি।

এর আগে মঙ্গলবার ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন সোহানুর রহমান সোহানের স্ত্রী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer