Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ মাঘ ১৪২৭, মঙ্গলবার ১৯ জানুয়ারি ২০২১, ৭:৫৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বিরতির পর ফিরেছেন পূর্ণিমা


১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার, ১০:০২  এএম

বহুমাত্রিক ডেস্ক


বিরতির পর ফিরেছেন পূর্ণিমা

ঢাকা : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা বর্তমানে সংসার ও সন্তানের জন্য অভিনয়ে খুব একটা সময় দিতে পারেন না। তবে চলতি বছর থেকে নাটক ও সিনেমার কাজে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। ঈদের বিরতি শেষে আবারও ‘জ্যাম’ সিনেমার শুটিংয়ে ফিরেছেন।

সোমবার থেকে রাজধানীর মহাখালীর একটি হাসপাতাল ও প্রিয়াংকা শুটিং হাউজে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘জ্যাম’ সিনেমার দৃশ্যায়নের কাজ হচ্ছে। আর এতেই অংশ নিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

কৃতাঞ্জলি চলচ্চিত্রের প্রযোজনায় ‘জ্যাম’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও পূর্ণিমা। একটি বিশেষ দৃশ্যে অভিনয় করছেন ফেরদৌস ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত।

এ ছাড়াও একই পরিচালকের ‘গাঙচিল’ সিনেমারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এ ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন ফেরদৌস। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিটির কাশ শুরু হবে আগামী মাসেই।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।