Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

বাবা হলেন ইরেশ যাকের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ৮ আগস্ট ২০১৯

প্রিন্ট:

বাবা হলেন ইরেশ যাকের

ঢাকা : প্রথম সন্তানের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ইরেশ যাকের। বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে ইরেশ যাকের ও মিম রশিদের সংসারে জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান। বৃষ্টির সঙ্গে মিলিয়ে সদ্য জন্ম নেওয়া মেয়ের নাম রাখা হয়েছে মেহা রশিদ যাকের।

নিজেদের প্রথম সন্তানের জন্ম নেওয়ার তথ্য নিশ্চিত করে ইরেশ জানান, মা ও মেয়ে দুইজনই সুস্থ আছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া তিনি আমাদের ঘরে ফুটফুটে এক কন্যা দান করেছেন। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য।

এর আগে, ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি গায়ে হলুদের পর ৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ইরেশ যাকের ও মিম রশিদের।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables