Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

আগামী বছর বলিউডে অভিষেক হচ্ছে ধোনির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

আগামী বছর বলিউডে অভিষেক হচ্ছে ধোনির

ঢাকা : এর আগে ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নির্মিত হয়েছিলো বায়োপিক ‘এমএসধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। বায়োপিকটি তৈরি করেন পরিচালক নিরাজ পান্ডে।

মহেন্দ্র সিং ধোনির জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হয় পুরো ছবির গল্প। ছবিতে মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করেন সুশান্ত সিং রাজপুত। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ছবিটি।

এবার শোনা যাচ্ছে হিন্দি ছবিতে ধোনির অভিনয়ের সম্ভাবনা রয়েছে। ছবির নাম ‘ডগ হাউস’। পরিচালনা করবেন সমীর করণিক। ছবির শুটিং শুরু হবে আগামী বছর। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমন তথ্যই বলছে।

ধোনিকে এরইমধ্যে একাধিক বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গিয়েছে। যদি তিনি রাজি হন; তবে এই সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হবে ধোনির।

‘ডগ হাউস’ ছবিতে কাজ করার জন্য রাজি হয়েছেন সঞ্জয় দত্ত। ছবিতে আরও অভিনয়ের সম্ভাবনা আছে সুনীল শেঠি, এমরান হাশমি এবং আর মাধবনের।