Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬

সিনেমা হলে ‘কনজিওরিং ২’ দেখতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ১৮ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সিনেমা হলে ‘কনজিওরিং ২’ দেখতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ঢাকা: ‘কনজিওরিং ২’  দেখতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ভারতের তামিলনাড়ুর তিরুবন্নামালাইয়ের।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ও তাঁর সঙ্গী তিরুবন্নামালাইয়ে একটি সিনেমা হলে এই হরর সিনেমাটি দেখতে গিয়েছিলেন। শেষ শো। সিনেমাটি যখন ক্লাইম্যাক্সে পৌঁছেছে, তখনই বুকে ব্যাথা শুরু হয়। কিছু ক্ষণের মধ্যেই জ্ঞান হারান। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তবে একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, সিনেমা দেখে ভয় পেয়ে অন্ধ্রপ্রদেশের ওই বাসিন্দার মৃত্যু হয়েছে, নাকি আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি? আপাতত সেই উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Walton
Walton