Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬

মালদ্বীপ প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ১৩ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

মালদ্বীপ প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

ফাইল ছবি

ঘন কুয়াশার প্রভাবে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চলাচলকারী বিমানগুলোর শিডিউল এলোমেলো হয়ে যাওয়ায় প্রবাসী যাত্রীদের বিশেষ নির্দেশনা দিয়েছে মালেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বর্তমানে ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে মালদ্বীপ এবং মালদ্বীপ থেকে ঢাকাগামী বিভিন্ন ফ্লাইট সময়মতো উড্ডয়ন ও অবতরণ করতে পারছে না। অনেক ক্ষেত্রেই বিমান চলাচলে দীর্ঘ বিলম্ব ঘটছে।

এই পরিস্থিতিতে ভোগান্তি এড়াতে মালদ্বীপে অবস্থানরত বা বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় থাকা প্রবাসী যাত্রীদের বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রার আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময় জেনে নেওয়ার জন্য অনুরোধ করেছে দূতাবাস। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছানোর আগে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত হওয়া যাত্রীদের জন্য জরুরি।

Walton
Walton