Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫

আকাশসীমা বন্ধের সময় বাড়াল ইরান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ১৮ জুন ২০২৫

প্রিন্ট:

আকাশসীমা বন্ধের সময় বাড়াল ইরান

ফাইল ছবি

ইসরাইলের সঙ্গে উত্তেজনার জেরে আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়িয়েছে ইরান।বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আইআরআইবি জানিয়েছে, ইরান আজ স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত আকাশসীমা বন্ধ রাখবে।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যার হুমকি দেয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুদ্ধ শুরু হলো।
 
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি তিনি লিখেন, ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’
 
আল জাজিরা বলছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতা পুনর্ব্যক্ত করেন, ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে। আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে ইংরেজিতে লিখেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা জায়ানবাদীদের কোনো দয়া দেখাব না।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables