Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫

নেদারল্যান্ডসে বন্দুক হামলায় নিহত ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ২৯ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

নেদারল্যান্ডসে বন্দুক হামলায় নিহত ৩

ছবি- সংগৃহীত

নেদারল্যান্ডসের রটারডাম শহরে পৃথক বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। পরে বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টারে ও তার পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার  বেলা ২টার পর মেডিকেল সেন্টারের কাছে একটি বাড়িতে গুলি চালান বন্দুকধারী। এতে ওই বাড়িতে আগুন ধরে যায়। এরপর বন্দুকধারী মেডিকেল সেন্টারে গিয়ে গুলি চালান। সেখানেও আগুন ধরে যায়। এতে তিনজন নিহত হন।

পুলিশ আরও জানিয়েছে, গুলিতে যে তিনজন নিহত হয়েছেন তারা হলেন: ৩৯ বছর বয়সী এক নারী, তার ১৪ বছর বয়সী মেয়ে এবং ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ৪২ বছর বয়সী একজন শিক্ষক।

ধারণা করা হচ্ছে, বন্দুকধারী একাই ছিলেন। তিনি ইরাসমাস মেডিকেল সেন্টারের অধিভুক্ত ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।

মেডিকেল সেন্টারে হামলার পর ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই হাসপাতাল থেকে ভীতসন্ত্রস্ত চিকিৎসাকর্মীদের বেরিয়ে আসতে দেখা যায়। স্ট্রেচার ও হুইলচেয়ারে করে রোগীদেরও বের করে আনছিলেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে একজন মেডিকেল শিক্ষার্থী জানিয়েছেন, প্রথমে চতুর্থ তলায় গুলি করা হয়। চার থেকে পাঁচটি গুলি করা হয়। তারপর একটি পেট্রলবোমা ছোড়া হয়।আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি কোনো গুলির শব্দ শোনেননি। সবাই ভয় পেয়ে চিৎকার করছিল। তিনিও ভয় পেয়ে পালানোর চেষ্টা করেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables