Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫

ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ২৪ মার্চ ২০২৩

প্রিন্ট:

ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

ছবি- সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরের কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের সময় সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।বৃহস্পতিবার রিও ডি জেনিরোর উত্তর-পূর্বে সাও গনসালো শহরের শ্রমিক-শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারায় মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছেন এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ হত্যার সাথে আরাউজোর জড়িত থাকার অভিযোগ ছিলো।

পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেপ্তারে বৃহস্পতিবার চালানো এ অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যান ব্যবহার করা হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables