Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বিশ্বকাপ শ্যুটিংয়ে বাংলাদেশ ১৪তম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩২, ২৩ মার্চ ২০২৩

প্রিন্ট:

বিশ্বকাপ শ্যুটিংয়ে বাংলাদেশ ১৪তম

ফাইল ছবি

ভারতে চলছে বিশ্বকাপ শ্যুটিং প্রতিযোগিতা। টুর্নামেন্টে বৃহস্পতিবার (২৩ মার্চ) ছিল ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র বিভাগের ইভেন্ট। তবে সেই ইভেন্টে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের শ্যুটাররা।

১০ মিটার এয়ার রাইফেল মিশ্র বিভাগের ইভেন্টটি ছিল দ্বৈত প্রতিযোগিতা। সেখানে বিভিন্ন দেশ থেকে আসা মোট ১৯টি জুটি অংশ নিয়েছে। স্কোরের দিক থেকে এগিয়ে থাকা শীর্ষ আট জুটি ফাইনাল রাউন্ডে খেলেছে।

বাংলাদেশের হয়ে ইভেন্টে অংশ নিয়েছে দুই জুটি। দুই জুটিই হতাশ করে বাদ পড়েছেন প্রথম রাউন্ড থেকে। কলি হাসান ও রাব্বি হাসান মুন্না জুটি ৬২৬ স্কোর নিয়ে হয়েছে ১৪তম। আর ৬২৩.৪ স্কোর গড়ে ১৮ তম হয়েছে তাবাসসুম নাতাশা ও রবিউল ইসলাম জুটি।

মিশ্র বিভাগে বাংলাদেশ সফল না হলেও ব্যক্তিগত ইভেন্টে কলি হাসানের উপর প্রত্যাশা ব্যাপক। শুক্রবার (২৪ মার্চ) বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টের খেলা রয়েছে।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer