Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৮ ১৪৩২, সোমবার ০৩ নভেম্বর ২০২৫

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ৩ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

ছবি: সংগৃহীত

গুঞ্জনটা আগে থেকেই ছিল। করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা হতে পারেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত বিসিবি পরিচালক। আজ এল আনুষ্ঠানিক ঘোষণা, দৌলাকে পরিচালক মনোনয়ন দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে এনএসসি।

এনএসসি বিসিবিতে দুজন পরিচালক দিতে পারে। দুজনের মধ্যে একজন ছিলেন ইসফাক আহসনা। গত মাসে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে এনএসসি তার নাম উইথড্র করে নেয়। সেই জায়গায় মনোনয়ন পেয়েছেন দৌলা। আজ বিসিবি সভায় তিনি পরিচালক পদ গ্রহণ করবেন।


২০০৭-০৮ পর্যন্ত প্রায় দেড় বছর বিসিবির প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনোয়ারা আনিস মিনু। দৌলা হতে যাচ্ছেন দ্বিতীয় নারী পরিচালক। ধারণা করা হচ্ছে, বিসিবির নারী উইংয়ের দায়িত্ব পাবেন তিনি।

দৌলার করপোরেট জগত ও ক্রীড়া সংগঠক হিসেবে লম্বা ইতিহাস রয়েছে। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে উচ্চপর্যায়ের পদেও কাজ করেছেন।

আরও পড়ুন: ২০২৭ পর্যন্ত টাইগারদের টেস্ট অধিনায়ক শান্ত

গ্রামীণফোনে থাকাকালীন তিনি প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা এবং প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এই সময়ে (১৯৯৮–২০০৯) পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দেশের ক্রিকেট অঙ্গনেও সরব উপস্থিতি ছিল। ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিনটন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables