Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীতে ফিরেছেন ৩ নভোচারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ৩০ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীতে ফিরেছেন ৩ নভোচারি

ঢাকা : আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র(আইএসএস) থেকে রোববার নিরাপদে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারি।

রাশিয়া মিশন কন্ট্রোল এ খবর নিশ্চিত করেছে।

নভোচারিদের মধ্যে রয়েছেন-যুক্তরাষ্ট্রের কেট রুবিন্স, রাশিয়ার রসকসমসের আনাতোলি ইভানিশিন ও জাপান মহাকাশ অন্বেষণ সংস্থার তাকুয়া ওনিশি।

তিন নভোচারি কক্ষপথের পরীক্ষাগারে ১শ ১৫ দিনের মিশনে ছিলেন। তাদের বহনকারী একটি ফ্লাইট রোববার তুষারপাতের মধ্যে কাজাখস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেকাগান শহরে অবতরণ করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer