Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

১৭ এপ্রিলের ফিরতি ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৭, ৭ এপ্রিল ২০২৪

আপডেট: ১০:০১, ৭ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

১৭ এপ্রিলের ফিরতি ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ

ফাইল ছবি

ঈদ শেষে যারা ১৭ এপ্রিল ঢাকায় ফিরতে চান তাদের জন্য আজ বিক্রি করা হচ্ছে ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট। আজ রবিবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। অনলাইনে এই টিকিট ক্রয় করতে পারছেন যাত্রীরা।

এবার টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা হতে শুরু হয় এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা হতে ইস্যু করা হচ্ছে। এছাড়া যাত্রীসাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

যাত্রীরা অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না।

গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। ৩০ মার্চ পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি চলে। আর গত ৩ এপ্রিল শুরু হয় ঈদের ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer