Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ১ ১৪৩১, শুক্রবার ১৭ মে ২০২৪

ডিএসসিসির ট্রাকচাপায় মৃত্যু: চালক ও ২ পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০০, ২৯ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

ডিএসসিসির ট্রাকচাপায় মৃত্যু: চালক ও ২ পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় এক চালক ও ‍দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

সোমবার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত দুটি ভিন্ন দফতর আদেশে চাকরিচ্যুত করার বিষয়টি জানানো হয়

শিক্ষার্থী মাহিন আহমেদ নিহতের ঘটনায় নিজ নামে বরাদ্দ করা গাড়ি অন্যকে দিয়ে চালানোর অপরাধে করপোরেশনের ভারী গাড়ির চালক মো. কামাল এবং দুই পরিচ্ছন্নতাকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানি বাবুকে চাকরিচ্যুত করা হয়েছে।

তবে তাদের বিরুদ্ধে আরও আইনানুগ কোনো ব্যবস্থা নেয়া হবে কি না তা আদেশ থেকে জানা যায়নি।

এরআগে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তর মুগদায় মদিনা বাগ সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান কিশোর মাহিন।

পরে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস জানিয়েছিলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ডিএসসিসির নির্ধারিত গাড়িচালক নিজে গাড়ি না চালিয়ে ভাড়া করা চালককে দিয়ে গাড়ি চালিয়েছে। ফলে এ দুর্ঘটনা ঘটেছে। এ রকম দুর্ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলেছিলেন তিনি। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer