Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

ব্যাংক ঋণের সুদ ১৪ শতাংশের বেশি হবে না: গভর্নর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৯, ১৬ মে ২০২৪

প্রিন্ট:

ব্যাংক ঋণের সুদ ১৪ শতাংশের বেশি হবে না: গভর্নর

ছবি- সংগৃহীত

ব্যাংক ঋণের সুদের হার ১৪ শতাংশের বেশি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। 

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের রিজার্ভ সমস্যার সমাধান হবে বলেও জানান গভর্নর। বৈঠকে ব্যবসায়ীরা গভর্নরকবে জানান, কেন্দ্রীয় ব্যাংকের বার বার নীতি পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সুদহার ১৪ শতাংশের বেশি না রাখার দাবি করলে গভর্নর তাদের আশ্বস্ত করেন।

বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি মাহবুব আলম বলেন, ‘সুদের হার বৃদ্ধির বিষয়টি আমরা ওনাকে বলেছি। উনি বলেছেন, এটা মার্কেটের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ডলার এক্সচেঞ্জ যেমন মার্কেটের ওপর ছাড়া হয়েছে, এটাও তেমনি মার্কেটের ওপর ছাড়া হয়েছে। উনি বলেছেন বিভিন্ন ব্যাংকের কস্টটা ৬ থেকে ৭ শতাংশ। এর বেশি না। এ কারণে উনি মনে করছেন, ১৪ শতাংশের উপরে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া কোনোভাবেই উচিৎ না, সম্ভবও না।’ 

তিন মাসের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল করার আশ্বাসও দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer