Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৩১ ১৪৩১, বুধবার ১৫ মে ২০২৪

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ২৯ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা

ফাইল ছবি

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। সোমবার জেলায় ৪৩ ডিগ্রি তাপমাত্রা বয়ে যাচ্ছে বলে জানিয়েছে জেলার আবহাওয়া অফিস। আর বাতাসের আর্দ্রতা ছিল ছিল ১৩ শতাংশ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, আপাতত দু-একদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বা একইরকম থাকবে।

এরআগে ২০১৪ সালের ২১শে মে চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অর্থাৎ, ১০ বছর পর জেলার তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে প্রবেশ করলো

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer