Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৩ ১৪৩২, শুক্রবার ২৯ আগস্ট ২০২৫

নেত্রকোনায় ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ২৯ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

নেত্রকোনায় ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৩

ফাইল ছবি

নেত্রকোনায় পাচারকালে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে নেত্রকোনা সদর উপজেলার রাজুরবাজার পুলিশ চেকপোস্টে কিলোডিউটির পুলিশের হাতে ধরা পড়েন তারা।

আটক ব্যক্তিরা হলেন-নেত্রকোনা পৌর শহরের চকপাড়া এলাকার মতি মিয়ার ছেলে মো. মাসুম (৪০), কালীগঞ্জের উলুখালা এলাকার স্বপন মিয়ার ছেলে মো. জায়েদ মিয়া (২২) ও গাজীপুরের পূবাইল থানার হারবাইত গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে বাবু মিয়া (৪৫)।

এসব তথ্য নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম বলেন, মামলার প্রক্রিয়া শেষে আটকদের আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, বিশেষ অভিযানে ভোরে পাচারের সময় ট্রাফিক পুলিশ রাজুরবাজার চেকপোস্টে একটি ট্রাক থামায়। এসময় ৪০০ বস্তা চিনি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। এ ছাড়া চিনি পরিবহনে ব্যবহৃত ১৮ লাখ টাকার ট্রাক জব্দ করা হয়। সর্বমোট ৪২ লাখ টাকার মালামাল জব্দ করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables