Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৮ ১৪৩১, বুধবার ২৪ জুলাই ২০২৪

পঞ্চসিঁড়ি নাট্যদলের কার্যালয় তচনছ ও উচ্ছেদের প্রতিবাদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

পঞ্চসিঁড়ি নাট্যদলের কার্যালয় তচনছ ও উচ্ছেদের প্রতিবাদ

-সম্মিলিত সাংস্কৃতিক জোট

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ এক বিবৃতিতে বরিশালের বিশিষ্ট নাট্য সংগঠন পঞ্চসিড়ির অফিস তচনছ এবং উচ্ছেদের তীব্র নিন্দা জানান।

সংগঠনের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, পঞ্চসিড়ি গত ৪০ বছর ধরে গণপূর্ত দপ্তরের মালিকানাধীন এই ভবনে তাদের সার্বিক সহায়তায় মহড়া, কর্মশালা সহ নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পাশেই একই ভবনে জেলা  পুলিশের ও একটি দপ্তর রয়েছে।

সম্প্রতি জেলা পুলিশ নাট্যদলকে না জানিয়ে, গণপূর্ত দপ্তরের অনুমতি না নিয়ে  মহড়ার কক্ষটি দখলে নিয়ে নেয় এবং তবলা, হারমোনিয়াম সহ নাটকের সামগ্রী  নষ্ট করে দেয়। আমরা এই ঘটনার সুষ্ঠ তদন্ত এবং ঘটনার সম্মানজনক সমাধান চাই। দেশ বিরোধী এবং সম্প্রীতি বিনষ্টকারী শক্তির বিরুদ্ধে যখন আমরা দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণের কথা বলছি তখন সংস্কৃতি বিনাশী এ ধরনের কর্মকান্ড কখনোই প্রত্যাশিত নয়। আমরা পঞ্চসিঁড়ির দপ্তর ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer