Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৩১ ১৪৩২, বৃহস্পতিবার ১৫ মে ২০২৫

সন্ধ্যার মধ্যে ঝড়ের ঝুঁকিতে ঢাকাসহ ৯ জেলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ১৫ মে ২০২৫

প্রিন্ট:

সন্ধ্যার মধ্যে ঝড়ের ঝুঁকিতে ঢাকাসহ ৯ জেলা

ফাইল ছবি

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টিও হতে পারে।বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সসই করা সতর্কবার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেটে ঝড়ের আশঙ্কা রয়েছে।  পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে।

পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ৯ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer