Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৭ ১৪৩২, বৃহস্পতিবার ০১ জানুয়ারি ২০২৬

সীমান্ত থেকে নিয়ে যাওয়া বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৬, ২৪ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

সীমান্ত থেকে নিয়ে যাওয়া বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

ছবি- সংগৃহীত

দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কৃষক আল আমিনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

উপজেলার আট নম্বর ধর্মপুর ইউনিয়নে সীমান্তের শূন্য রেখার ৩২৩ নম্বর পিলারের পাশ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। 

স্থানীয়রা জানান, আল আমিন সেসময় নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা বিজিবিকে জানায়। ঘটনার জোর প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। এতে নেতৃত্ব দেন ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম। পরে আল আমিনকে ফেরত দেয় বিএসএফ। 

Walton
Walton