Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ১০ ১৪৩২, রোববার ২৫ মে ২০২৫

রাতভর ভারি বৃষ্টি : তলিয়ে আছে দিল্লির রাস্তাঘাট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ২৫ মে ২০২৫

প্রিন্ট:

রাতভর ভারি বৃষ্টি : তলিয়ে আছে দিল্লির রাস্তাঘাট

ছবি- সংগৃহীত

রাতভর বৃষ্টিতে কার্যত তলিয়ে গেছে দিল্লি। রাস্তাঘাট পানির নিচে। গাছপালা উপড়ে পড়েছে। বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটেছে। দিল্লি ও আশপাশের এলাকায় শনিবার দিবাগত রাতভর ভারি বৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঝড়ো বাতাসের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মোতিবাগ, মিন্টো রোড, দিল্লি ক্যান্টনমেন্ট এবং দীন দয়াল উপাধ্যায় মার্গ এলাকায় ব্যাপক আকারে পানি জমে গেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 

শহরের আবহাওয়ার স্টেশনের প্রাথমিক রেকর্ডে দেখা গেছে স্থানীয় সময় রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ৬ ঘণ্টায় বাতাসের গতি ছিল ৮২ কিলোমিটার প্রতি ঘন্টায়। এ সময়ে বৃষ্টিপাত হয়েছে ৮১.২ মিলিমিটার। এতে দিল্লিতে অবস্থিত ইন্দিরা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় মারাত্মক ব্যাঘাত ঘটে। স্থানীয় সময় রাত ৩টা ৫৯ মিনিটে এক্সে এক পোস্টে ইন্ডিগো বলেছে, দিল্লিতে বিরূপ আবহাওয়ার কারণে ফ্লাইট পরিচালনায় সাময়িক ব্যাঘাত ঘটছে। এর দুই ঘণ্টা পরে এই এয়ারলাইন তাদের আরেক পোস্টে জানায়, অপারেশন স্বাভাবিক হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে সাতটায় দিল্লি বিমানবন্দর থেকে ফ্লাইট উড্ডয়ন গড়ে ৪৬ মিনিট করে বিলম্বিত হয়েছে। 

এ সময় সেখানে তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ভারি বৃষ্টিপাত হয়েছে উত্তরাখণ্ড ও হরিয়ানায়। দিল্লি ও আশপাশের এলাকায় আগেই ভারতের আবহাওয়া বিভাগ লাল সতর্কতা জারি করেছিল। পরে তারা জানিয়েছে, বজ্রবৃষ্টি ধেয়ে আসছে দিল্লি ও এর উত্তর-পশ্চিম ও পশ্চিমের এলাকায়। এর প্রভাবে প্রচণ্ড বৃষ্টিসহ ঝড় হওয়ার আশঙ্কা আছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাতে পারে। এ জন্য আবহাওয়া বিভাগ জনসাধারণকে উন্মুক্ত স্থান এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। কোনো গাছের নিচে আশ্রয় না নিতে পরামর্শ দিয়েছে। দুর্বল কোনো দেয়াল থেকে দূরত্ব বজায় রাখতে বলেছে। পানির উৎস আছে এমন স্থানের কাছে না যেতেও পরামর্শ দিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer