Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৬ ১৪৩২, শনিবার ০২ আগস্ট ২০২৫

আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প :মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২০, ৩১ জুলাই ২০২৫

প্রিন্ট:

আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প :মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ফাইল ছবি

মালয়েশিয়ায় আগামী অক্টোবরে অনুষ্ঠেয় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছেন। খবর সাউথ এশিয়া মর্নিং পোস্টের।

ইব্রাহিম বলেছেন, বৃহস্পতিবারের ফোনকলে ট্রাম্প নিশ্চিত করেছেন যে তিনি আসিয়ানের সামিটে থাকছেন। এ ছাড়া কম্বোডিয়া ও থাইল্যান্ডের সংঘাত বন্ধে মালয়েশিয়া মধ্যস্থতায় যে ভূমিকা রেখেছে তার জন্য মার্কিন প্রেসিডেন্ট স্বাগত জানিয়েছেন বলে জানান ইব্রাহিম। 

পার্লামেন্টে ভাষণকালে ইব্রাহিম বলেছেন, ‘আজ সকাল ৬টা ৫০ মিনিটে ট্রাম্পের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি অক্টোবরে অনুষ্ঠেয় ৪৭তম আসিয়ান সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।’ 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, ট্রাম্পের সঙ্গে শুল্ক ও মুক্ত বাণিজ্য নিয়ে কথা হয়েছে। ইব্রাহিম বলেছেন, মালয়েশিয়ার পণ্যের ওপর মার্কিন শুল্ককার কত হবে তা আগামী ১ আগস্ট ঘোষণা করা হবে। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables