Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫

থাইল্যান্ড ও কম্বোডিয়ার বৈঠক শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ২৮ জুলাই ২০২৫

প্রিন্ট:

থাইল্যান্ড ও কম্বোডিয়ার বৈঠক শুরু

ছবি- সংগৃহীত

সীমান্ত বিরোধ নিরসনে আলোচনায় বসেছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা। সোমবার মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ আলোচনা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এতে মালয়েশিয়ায় নিযুক্ত মার্কিন ও চীনা রাষ্ট্রদূতরাও উপস্থিত আছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, বৈঠকটি পরিচালনা করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। আসিয়ান জোটের প্রধান দেশ হিসেবে প্রতিবেশী দুই দেশের সংঘাত নিরসনে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে কুয়ালালামপুর।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ নতুন নয়। দুই দেশের মধ্যে প্রায় ৮১৭ কিলোমিটার সীমান্ত রয়েছে। গত কয়েকদিন ধরে উভয় পক্ষই গোলাগুলি করছে। বলা হচ্ছে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে জড়িয়েছে এ দুই দেশ। 

এর আগে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, আলোচনার যৌথ উদ্যেগ নিয়েছে মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র। চীন এতে অংশ নেবে।

যুদ্ধবিরতির উদ্দেশেই এ আলোচনায় অংশ নিয়েছে কম্বোডিয়া। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে হুন মানেতের কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।  ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার এক পোস্টে, থাইল্যান্ডের সঙ্গে কথা বলার বিষয়টিও জানান। তিনি বলেন, দুই দেশই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে তার ওই ঘোষণার পরও উভয় পক্ষ গোলাগুলি অব্যাহত রাখে।

গত মে মাসের শেষ দিকে থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ার এক সেনা নিহত হন। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। গত বৃহস্পতিবার আবার সংঘর্ষ শুরু হয়। গভীর কূটনৈতিক সংকটের মধ্যে উভয় পক্ষ সীমান্তে সেনাসংখ্যা বাড়ায়। উদ্ভূত পরিস্থিতি থাইল্যান্ডের নাজুক জোট সরকারকে প্রায় পতনের মুখে ঠেলে দেয়। সংঘাতে এখন পর্যন্ত ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables