
ছবি- সংগৃহীত
ভয়াবহ ভূমিকম্পের পর রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরিতে উদগীরণ শুরু হয়েছে। রাশিয়ার আরআইএ নিউজ এ খবর জানিয়েছে।
বুধবার স্থানীয় সময় সকাল ১১টা রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর হাওয়াই, উত্তর ও মধ্য আমেরিকা, নিউজিল্যান্ড পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়
জিওফিজিক্যাল সার্ভিস অব দ্য রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের বরাতে আরআইএ জানিয়েছে, সকালে ভূমিকম্পের পর আগ্নেয়গিরির উদগীরণ শুরু হয়েছে।
আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ে আকাশ ঢেকে গেছে, যা এরই মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার (১.৮ মাইল) উচ্চতায় ছড়িয়ে পড়েছে।
ক্লিউচেভস্কয় অঞ্চলের ওপর দিয়ে আন্তর্জাতিক বিমান চলাচলের রুট না থাকলেও আঞ্চলিক ফ্লাইটের জন্য রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে।
রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের ভলকানোলজি ও সিসমোলজি ইনস্টিটিউট জানিয়েছে, আগ্নেয়গিরির মুখ প্রায় লাভায় পূর্ণ হয়ে গেছে। যে কোনো সময় লাভা গড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।