Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫

এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের যেতে বাধ্য করার অভিযোগে টাঙ্গাইলে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬, ৩০ জুলাই ২০২৫

প্রিন্ট:

এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের যেতে বাধ্য করার অভিযোগে টাঙ্গাইলে

ছবি- সংগৃহীত

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক শিক্ষার্থীদের যেতে বাধ্য করা অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, চলবে না’ বলে স্লোগান দেয়।

বুধবার দুপুরে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করেন।

এতে প্রতিবাদ সমাবেশে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মঙ্গলবার শহরের নিরালার মোড়ে এনসিপির পদযাত্রা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের জোরপূর্বক পদযাত্রায় নিয়ে যাওয়া হয়। এসময় শিক্ষকরা বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে রাজনীতিবিদের জন্ম হয়েছে। কেউ এ বিদ্যালয় নিয়ে কখনও রাজনীতি করেনি। এনসিপি যারা করেছে, এ নিয়ে প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আন্দোলনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এছাড়াও অনেক শিক্ষার্থী সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন।

টাঙ্গাইল বিন্দুবাসিনী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন জানান, এনসিপির নেতারা স্কুলে এসে শিক্ষার্থীদের সমাবেশে নিয়ে যাওয়ার জন্য জানালে তাদের না করা হয়। তবে দুপুরে ১টার সময় স্কুল ছুটি দিলে শিক্ষার্থীরা সমাবেশে যেতে পারে।

জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল শিক্ষার্থী অভিভাবকদের অভিযোগ অস্বীকার করছেন। তবে তাদের কোনো নেতা স্কুলে গিয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables