Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫২, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৫৪, ৩০ জুলাই ২০২৫

প্রিন্ট:

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

ফাইল ছবি

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির কারণে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত ও স্থাপত্য অধিদফতরের ৬ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে চিহ্নিত অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয় বলে জানানো হয়।  

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন

গণপূর্ত অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মনিরুজ্জামান মনি, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) আবদুল্লাহ আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোছা. রাহানুমা তাজনীন, নির্বাহী প্রকৌশলী (ই/এম) ফারহানা আহমেদ, সহকারী প্রকৌশলী (সিভিল) মফিজুল ইসলাম এবং স্থাপত্য অধিদফতরের সহকারী স্থপতি শিরাজী তারিকুল ইসলাম।

যে কারণে বরখাস্ত

উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মনিরুজ্জামান মনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল প্রোগ্রামে অংশ নিয়ে ছুটি শেষে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর কর্মস্থলে ফিরে আসেননি। এ কারণে চলতি বছরের ২১ এপ্রিল তাকে বরখাস্ত করা হয়।

আবদুল্লাহ আল মামুন পিএইচডি শিক্ষার প্রেষণ শেষে ২০২৩ সাল থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে চলতি বছরের ১৫ মে তাকে বরখাস্ত করা হয়েছে।

আর রাহানুমা তাজনীন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াইয়োমিং থেকে পড়াশোনা ও ছুটি শেষে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত হয়েছেন। তাকে বরখাস্ত করা হয় চলতি মাসের ২ জুলাই।

ফারহানা আহমেদ কানাডার রায়ারসন বিশ্ববিদ্যালয়ে কোর্স শেষে কর্মস্থলে না ফেরায় বরখাস্ত হয়েছেন চলতি মাসের ৮ জুলাই থেকে।

মফিজুল ইসলামকে প্রেষণোত্তর অনুপস্থিতির কারণে চলতি মাসের ২৭ জুলাই চাকরিচ্যুত করা হয়।

এছাড়া শিরাজী তারিকুল ইসলাম ২০২২ সালের ১২ মে থেকে অনুপস্থিত থাকায় তাকে বরখাস্ত করা হয় গত ২১ তারিখে।

এ সকল কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী চাকরি হতে বরখাস্ত করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables