Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৬ ১৪৩২, শনিবার ০২ আগস্ট ২০২৫

৪ বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ৩১ জুলাই ২০২৫

প্রিন্ট:

৪ বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার

ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরে চলমান জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া নির্বাচনের তারিখও ঘোষণা করেছে তারা। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে জান্তা সরকার প্রস্তুতি জোরদার করছে। তবে বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সমালোচনা করছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল। চার বছরের বেশি সময় পর তা প্রত্যাহারের ঘোষণা এল।

জান্তার মুখপাত্র জাও মিন তুন বৃহস্পতিবার সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বলেন, ‘আজ থেকে জরুরি অবস্থা বাতিল করা হল।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables