Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৭ ১৪৩২, শনিবার ০২ আগস্ট ২০২৫

সাবস্টেশনে বিস্ফোরণ : ১৫ ঘণ্টা ধরে অন্ধকারে হবিগঞ্জ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ১ আগস্ট ২০২৫

প্রিন্ট:

সাবস্টেশনে বিস্ফোরণ : ১৫ ঘণ্টা ধরে অন্ধকারে হবিগঞ্জ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক ট্রান্সমিটার বিস্ফোরণ ঘটনায় ১৫ ঘণ্টা ধরে সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।বৃহস্পতিবার  সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দের পর উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, পরে আগুন ছড়িয়ে পড়ে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ট্রান্সমিটারের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ট্রান্সফর্মারে বিস্ফোরণের ত্রুটিকে কারণ হিসেবে ধারণা করা হয়েছে। ফলে সারা জেলায় বিদুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

হবিগঞ্জ শাহজিবাজার সাবস্টেশনের প্রকৌশলী আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ একটি ট্রান্সমিটার বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। ফলে বন্ধ রয়েছে সারা জেলায় বিদুৎ সরবরাহ। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ পিডিবির সহকারী প্রকৌশল তাবশির বিন বাশার জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা কাজ করছি বিদুৎ সরবরাহ করার জন্য তবে বৈরী আবহাওয়া জন্য কাজ বিলম্ব হচ্ছে। চেষ্টা করে যাচ্ছি দ্রুত সময়ের মধ্যে বিদুৎ সরবরাহ করার।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables