Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২০ ১৪৩১, শনিবার ০৪ মে ২০২৪

ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা শনিবার

প্রকাশিত: ২০:২৬, ১৫ মার্চ ২০২৪

প্রিন্ট:

ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা শনিবার

ফাইল ছবি

শনিবার ভারতে ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনের তফসিল। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। শনিবার বিকেল ৩টায় দিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে সংবাদ সম্মেলন করে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সেইসঙ্গে ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ ও অরুণাচল প্রদেশ রাজ্যে বিধানসভার নির্বাচনেরও তফসিল ঘোষণা করবে কমিশন। 

সম্প্রতি ৩-সদস্য বিশিষ্ট ভারতের নির্বাচন কমিশন থেকে অবসর নেন অনুপ চন্দ্র পান্ডে। এরপর আচমকাই কয়েকদিন আগেই নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দেন অরুণ গোয়েল। ফলে কেবল প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারই কমিশনের দায়িত্ব পালন করছেন। 

ভারতের বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ জুন। সেক্ষেত্রে ওই সময়সীমার আগেই নতুন লোকসভা গঠন করতে হবে। 

জানা গেছে, এবার ৭ থেকে ৮ দফায় হতে পারে এই নির্বাচন। তবে সবচেয়ে বেশি দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। শেষবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছিল ১০ মার্চ। মোট ৭ দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১১ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত। যদিও তার আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ৯ দফায়। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer