Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩১, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দীর প্রয়াণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ৪ মে ২০২৪

প্রিন্ট:

নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দীর প্রয়াণ

ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বড় ভাই, নবযুগ প্রকাশনী এবং রিডার্স ওয়েজের অন্যতম কর্ণধার, থিয়েটারের সাধারণ সম্পাদক, ছায়ানটের অন্যতম সদস্য শ্রী অশোক রায় নন্দী (৬২) পরলোকগমন করেছেন। 

শনিবার ভোর ৪.৩০টায় রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

অশোক রায় নন্দীর মৃত্যুর খবরে রাজনৈতিক, ব্যবসায়িক এবং সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সবাই প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রয়াত অশোক রায় নন্দীর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ১১.৩০ টায় ধানমন্ডি ছায়ানট ভবনে মরদেহ রাখা হবে। ১২.৩০টায় সেগুনবাগিচা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।  দুপুর ২টায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে ঢাকা বাংলাবাজার ৩ লিয়াকত এভিনিউতে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকাল ৩.৩০টায় ঢাকার পোস্তগোলা মহা শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer