Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৩ ১৪৩১, শনিবার ১৮ মে ২০২৪

ময়মনসিংহে প্রত্যাশিত বৃষ্টি : জনজীবনে স্বস্তি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ৪ মে ২০২৪

প্রিন্ট:

ময়মনসিংহে প্রত্যাশিত বৃষ্টি : জনজীবনে স্বস্তি 

ছবি- সংগৃহীত

তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে ওঠে ময়মনসিংহের জনজীবন। দিনের বেলা তো বটেই, রাতেও কমেনি গরম। এ শহর যেন তাপের দ্বীপে পরিণত হয়েছিল। শনিবার রাত আটটার দিকে অবশেষে প্রত্যাশিত বৃষ্টি নেমে জনজীবনে স্বস্তি ফিরে আসে, হ্রাস পায় তাপমাত্রা। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী সোমবারেই নামছে প্রতীক্ষিত সেই বৃষ্টি। তাও টানা দুই  তিনদিন ধরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোববার সন্ধ্যার পরও হালকা বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

 শনিবার বিকেল থেকেই প্রকৃতি বৃষ্টির বার্তা দেয়া শুরু করে। কমতে শুরু করে সূর্যের তাপ, আকাশও হয়ে যায় মেঘলা। সবমিলিয়ে জনজীবনে ফিরে স্বস্তি। পরবর্তীতে এদিন রাত ৮ টার দিকে হালকা ঝড়ো হাওয়ার পর স্বস্তির বৃষ্টি হয়। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২১ এপ্রিল থেকে  সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ওঠানামা করেছে। আজ শনিবার তাপমাত্রা ৩৬ এর ঘরে রয়েছে।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer