Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫

হলিউডের ‘ডিউন: প্রফেসি’-তে তাবু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৯, ১৮ মে ২০২৪

আপডেট: ১৬:৩৬, ১৮ মে ২০২৪

প্রিন্ট:

হলিউডের ‘ডিউন: প্রফেসি’-তে তাবু

ফাইল ছবি

বলিউড অভিনেত্রী তাবুর হলিউড সিনেমায় অভিনয় করা পুরানো খবর। তবে নতুন খবর হলো আবারও হলিউডে অভিনয় করার সুযাগ পেয়েছেন অভিনেত্রী। আর এবারের সুযোগ তাবুর জন্য অনেক বড় বলে মনে করছেন সিনেমা বোদ্ধারা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, হলিউডের জনপ্রিয় সিরিজ ‘ডিউন: প্রফেসি’-তে সুযোগ পেয়েছেন তাবু।

হলিউডে কল্পবিজ্ঞান ঘরানায় সিনেমা  ‘ডিউন’-র প্রিকুয়েলের প্রস্তুতি শুরু হয়েছে। সিরিজে সিস্টার ফ্র্যাঞ্চেসকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে।

তাবুর অভিনয় প্রসঙ্গে এ সিরিজের পরিচালক ডেনিস ভিলেনুয়েভ বলেন, সিরিজে রাজপরিবারের ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে বলিউড অভিনেত্রী তাবুর চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

১০ হাজার বছর আগের প্রেক্ষাপটে তৈরি হবে ‘ডিউন: প্রফেসি’। তাবুর পাশাপাশি এতে অভিনয় করবেন এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, মার্ক স্ট্রংয়ের মতো তারকারা।

প্রসঙ্গত, ‘ডিউন: প্রফেসি’-তে অভিনয়ের আগে  হলিউডের‘লাইফ অফ পাই’, ‘দ্য নেমসেক’, ‘দ্য টেব্‌ল বয়’-এ অভিনয় করেছিলেন তাবু। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables