Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৩ ১৪৩১, শনিবার ১৮ মে ২০২৪

’স্মার্ট বাংলাদেশ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা’ বিষয়ক কর্মশালা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ৪ মে ২০২৪

প্রিন্ট:

’স্মার্ট বাংলাদেশ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা’ বিষয়ক কর্মশালা 

ছবি- সংগৃহীত

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহে 'স্মার্ট বাংলাদেশের জন্য প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা' বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা শনিবার অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেপ মহাপরিচালক ফরিদ আহমদ। 

ময়মনসিংহ নগরীর একাডেমি রোডে নেপ হল রুমে মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে কর্মশালা বাস্তবায়ন কর্মপরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনামূলকবক্তব্য রাখেন নেপ পরিচালক জিয়া আহমেদ সুমন, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজা, নেপ উপ-পরিচালক (প্রশাসন) আরিফা সিদ্দিকা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক, ময়মনসিংহ পিটিআই সুপারিনটেনডেন্ট জাহানারা খাতুন, ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভিন, নেপ সহকারী বিশেষজ্ঞ মাহবুবুর রহমান ও নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা পারভিন প্রমূখ।  

কর্মশালায় অংশগ্রহণ করেন  উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer