Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৮ ১৪৩২, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

সাভারে পঁচা মাংস বিক্রি : মাংস ব্যবসায়ীকে এক মাসের কারাদন্ড

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৪, ১৮ মার্চ ২০২০

প্রিন্ট:

সাভারে পঁচা মাংস বিক্রি : মাংস ব্যবসায়ীকে এক মাসের কারাদন্ড

সাভারের গেন্ডা এলাকায় পঁচা ও বাসী মাংস বিক্রির অভিযোগে মজনু মোল্লা (৩৬) নামের এক ব্যবসায়ীকে ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে সাভারের গেন্ডা এলাকায় লোকমানের দোকানে পঁচা ও বাসি মাংস বিক্রি করছিলেন তিনি। পরে সাভার রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ ওই ব্যবসায়ীকে ১ মাসের কারাদন্ড দেন।

কারাদন্ড প্রাপ্ত মজনু মোল্লা কুষ্টিয়ার জোর দৌলতপুর থানাধীন আল্লাহর দরগা এলাকার কামাল মোল্লার ছেলে। তিনি সাভারের গেন্ডা পুকুরপাড় এলাকায় ভাড়া থেকে মাংস বিক্রির ব্যবসা করতেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, সাভারের গেন্ডা এলাকার ওই দোকানে ভোক্তারা মাংস কিনতে যায়। দোকানদার এসময় দোকানী পঁচা ও বাসী খাওয়ার অনুপযোগী মাংসসহ বরফ দেওয়া কলিজা বিক্রি করছে। পরে তারা পুলিশের সহযোগীতায় মজনু মোল্লাকে পঁচা মাংসসহ আটক করে নিয়ে আসলে তাকে ১ মাসের সাজা দেওয়া হয়। ওই ব্যবসায়ী মাংস বিক্রয় নিয়ন্ত্রন আইন ২০১১-এর ১৭ ধারা ভঙ্গ করায় তাকে এ শাস্তি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer