ছবি: সংগৃহীত
নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৪ যাত্রী নিহত হয়েছেন। মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম মানবজমিনকে চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম গণমাধ্যমকে বলেন, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়।




