Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২১ ১৪৩১, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪

বিএনপি’র রাজনীতিতে জড়িত সন্দেহে

১৪ বছরেও পদোন্নতিতে পাননি বাকৃবি’র প্রকৌশলী মোস্তাফিজ 

মোঃ নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ০৮:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

১৪ বছরেও পদোন্নতিতে পাননি বাকৃবি’র প্রকৌশলী মোস্তাফিজ 

ছবি: বহুমাত্রিক.কম

ছাত্রজীবনে প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রীয় ছাত্র সংসদের (১৯৮৮-৮৯) নির্বাচিত ভিপি হন। চাকুরি জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখায় যোগদানের পর নির্বাহী প্রকৌশলী হিসেবে পর্যায় উন্নয়ন প্রাপ্ত হন ২০১০ সালে। বিগত ১৪ বছরেও পরবর্তী পর্যায়ে উন্নয়ন তাকে হতে দেয়া হয়নি। বৈষম্যের শিকার প্রকৌশলী মোস্তাফিজ তার ন্যায্য প্রাপ্তি আদায়ের জন্য বাকৃবি উপাচার্য সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

বিভিন্ন সূত্র জানায়, বৈষমের শিকার সহকারী প্রকৌশলী (সিভিল) হিসাবে যোগদানকারী মোঃ মোস্তাফিজুর রহমানের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২৫ এপ্রিল ২০০৬-এ মোঃ মোস্তাফিজুর রহমান উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সকলশর্ত পূরণ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সহকারী প্রকৌশলী (সিভিল) হিসাবে প্রকৌশল শাখায় যোগদান করেন। এর পূর্বে একই শাখায় সহকারী প্রকৌশলী (এষ্টিমেটিং) হিসাবে মোঃ মোস্তাফিজুর রহমান কর্মরত ছিলেন।

যথাযথ নিয়মে মোঃ মোস্তাফিজুর রহমান প্রথম আপগ্রেডেশনের মাধ্যমে ১৭ জানুয়ারি ২০১০-এ নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসাবে পর্যায়উন্নয়ন পান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পর্যায়উন্নয়ন নীতিমালায় সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কমপক্ষে ২টি আপগ্রেডেশনের নীতিমালা চালু রয়েছে। ইতিমধ্যে মোঃ মোস্তাফিজুর রহমান ১ম আপগ্রেডেশনের মাধ্যমে নির্বাহী প্রকৌশলী হওয়ার অর্থাৎ ১৭ জানুয়ারি ২০১০ এর পরে যোগদানকারী সকল কর্মকর্তারা উচ্চতর পদে অবস্থান করছেন। এতে তার অধীনে যোগদানকারী কর্মকর্তাদের নীচে সিনিয়রিটি চলে যাওয়ায় চরম বৈষমের শিকার হয়ে মানসিক যন্ত্রনার বয়ে চলছেন। 

সংশ্লিষ্টসূত্রে আরও জানা গেছে, মোঃ মোস্তাফিজুর রহমান ১ম শ্রেণির কর্তকর্তা হিসাবে যোগদান করা সত্বেও ২য় শ্রেণিতে যোগদানকারী কর্মকর্তারা তার উপর জ্যেষ্ঠতা পেয়েছেন, এতে চাকুরি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। এ ব্যাপারে কমপক্ষে ৫ বার আবেদন করার পর ও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। অভিজ্ঞাতার আলোকে যে সমস্ত ডিপ্লোমা প্রকৌশলীগণ সরাসরি সহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করে থাকেন তাদের ব্যাপারে আপগ্রেডেশনের নীতিমালায় কোন বক্তব্য না থাকায় নবম গ্রেডের যোগদানকারী মোঃ মোস্তাফিজুর রহমান ২য় পর্যায়উন্নয়ন না পেয়ে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।

 এ ব্যাপার প্রশাসনের সকল পর্যায়ে আবদন ও আলোচনা ব্যর্থ হয়েছে কারণ মোঃ মোস্তাফিজুর রহমান ছিলেন ময়মনসিংহ পলিটেকনিক ইনষ্টিটিউটের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি (৮৮-৮৯) এবং এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম ছাএ নেতা ছিলেন। মোঃ মোস্তাফিজুর রহমান ৩০ বছর বাকৃবিতে অফিসার হিসাবে কর্মরত রয়েছেন চাকুরির অভিজ্ঞতার কাল বাকৃবিতে প্রকৌশল শাখায় সবচেয়ে বেশী হওয়া সত্বেও জ্যেষ্ঠতার দিক থেকে সে সবার নীচে। শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে মনে করেন এই ভুক্তভোগী।

পর্যায়উন্নয়ন বঞ্চিত হওয়ার কারণে গঠিত কমিটির আহবায়ক ও বাকৃবি কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ সাইদুর রহমান জানান, 'দুই বছর পূর্বে কমিটি হয়েছে। কমিটির একটি সভাও হয়েছে। এখন রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এই বিষয়টি নিয়ে উপাচার্যের সাথে কথা বলব। তার নির্দেশনা অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে কমিটির আহবায়ক নিশ্চিত করেছেন।'

প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, বিএনপি'র রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকার কথিত অভিযোগে তিনি পদোন্নতি পাননি।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  এ.কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিগত ১৬ বছরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যর শিকার হয়েছে, তাদের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেয়া হবে। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer