ছবি: সংগৃহীত
৩৬ দফার সমন্বয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। ইশতেহারে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, অর্থনৈতিক মুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের আমূল পরিবর্তন এবং প্রবাসীদের অধিকার নিশ্চিত করাসহ জাতীয় নিরাপত্তার বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন নাহিদ।




