Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

টলিউডে করোনার থাবা : সপরিবারে সংক্রমিত কোয়েল মল্লিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬, ১০ জুলাই ২০২০

প্রিন্ট:

টলিউডে করোনার থাবা : সপরিবারে সংক্রমিত কোয়েল মল্লিক

এই প্রথম করোনার থাবা টলি পাড়ায়। সংক্রমিত মল্লিক পরিবার। অভিনেত্রী কোয়েল মল্লিক টুইট করে একথা জানান। তিনি লেখেন, মা, বাবা, রানে এবং আমি করোনা সংক্রমিত। আমরা স্বেচ্ছা নিভৃতবাসে আছি।

মাস খানেক আগেই সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। তারপরে অভিনেত্রীর এই টুইট ঘিরেে উদ্বেগ টলিপাড়ায়। শুক্রবার সন্ধ্যায় এই খবর প্রকাশ্যে আসতেই রিটুইট করেন তাঁর সহকর্মীরা।

জয়া আহসান থেকে প্রিয়াঙ্কা সরকার। যশ দাশগুপ্ত থেকে জিৎ, আবীর চট্টোপাধ্যায়, সকলেই দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন।

অভিনেতা আবীর চট্টোপাধ্যায় লেখেন, দ্রুত আরোগ্য কামনা করি। নিজের যত্ন নাও। জয়া আহসান টুইট, সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লার কাছে এই প্রার্থনা করি। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার লেখেন, ভগবানের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। পরিবারের পাশে রইলাম। টুইট করে আরোগ্য বার্তা পাঠান অভিনেত্রীর অনুরাগীরাও।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables