Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

নিখিলে-নুসরাতের বিয়ের ভিডিও প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৮, ২৭ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

নিখিলে-নুসরাতের বিয়ের ভিডিও প্রকাশ

ঢাকা : মাস তিনেক আগেই বিয়ে হয়েছে নুসরাত জাহান এবং নিখিল জৈনের। বিয়ের অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত তাই এখনও তাজা দুজনের কাছে।

চলতি বছর জুন মাসে তুরস্কের বোদরুম শহরে রাজকীয় ভাবে বিয়ে সারেন এই তারকা জুটি। মেহেন্দি-সঙ্গীত এর পাশাপাশি আয়োজন ছিল ইয়ট পার্টির। প্রাচ্য এবং পাশ্চাত্য দুই মতেই বিয়ে করেছিলেন নিখিল-নুসরাত।

তবে সোশ্যাল মিডিয়ায় এতদিন সেভাবে নিজেদের বিয়ের ছবি শেয়ার করেননি নিখিল বা নুসরাতের কেউই। বোদরুমে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন নুসরাতের প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তীও। কিন্তু তাকেও সে ভাবে বান্ধবীর বিয়ের ছবি শেয়ার করতে দেখা যায়নি।

এবার বোদরুমের অনুষ্ঠানের খুঁটিনাটি ফেসবুকে শেয়ার করলেন নুসরাত নিজেই।

ফেসবুকে বিয়ের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। মুহূর্তেই তা হয়েছে ভাইরালও। ভিডিও-র প্রতিটি মুহূর্তই বলে দিচ্ছে বিয়ের অনুষ্ঠান জমিয়ে উপভোগ করেছেন মিঞা-বিবি। লাল লেহেঙ্গা থেকে দুধসাদা গাউন কিংবা সঙ্গীতের লেহেঙ্গা, সবেতেই নুসরতকে মানিয়েছিল দারুণ। পাল্লা দিয়ে জমকালো পোশাকে সেজেছিলেন নিখিলও।

নাচ-গান-ফুর্তির মাঝে লেন্সবন্দি হয়েছে তারকা জুটির একান্ত মুহূর্তও। একে অন্যের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে তারা মগ্ন ছিলেন অন্য জগতে।

 

ভিডিও দেখুন এখানে

Walton Refrigerator cables
Walton Refrigerator cables