Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৮ ১৪৩২, সোমবার ১২ জানুয়ারি ২০২৬

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় লিলিকে হত্যা করে মিলন: র‌্যাব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ১২ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় লিলিকে হত্যা করে মিলন: র‌্যাব

ফাইল ছবি

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় রেস্তোরাঁ মালিকের মেয়ে ফাতেমা আক্তার লিলিকে (১৭) ধারালো দা দিয়ে গলাকেটে হত্যা করেছে কর্মচারী মিলন মল্লিক।

এই মামলার প্রধান আসামি মিলনকে বাগেরহাট থেকে গ্রেফতারের পর সোমবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।

বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার হত্যার পর রহস্যজট খুলতে মাঠে নামে র‌্যাব। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ফাতেমা আক্তারের বাবার খাবার হোটেলের কর্মচারী মিলন মল্লিককে গ্রেফতারে অভিযান চালায় তারা। তথ্য প্রযু্ক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তাকে বাগেরহাট থেকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসে র‍্যাব।

লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে মিলন। ছোট মেয়ে ফাতেমাসহ দুই মেয়েকে ঢাকায় রেখে স্ত্রী, ছেলে ও ছেলের বৌসহ গত বুধবার গ্রামের বাড়ি হবিগঞ্জে যায় ফাতেমার পরিবার। এর মধ্যে ফাঁকা বাসায় সুযোগ পেয়ে ফাতেমাকে অনৈতিক প্রস্তাব দেয় মিলন। কিন্তু রাজি না হওয়ায় শনিবার দুপুরে ধারালো দা দিয়ে গলায় জখম করে হত্যা করে ফাতেমাকে।

তিনি আরও জানান, ঘাতক মিলনের বিরুদ্ধে এর আগের মাদকের মামলা থাকার তথ্য পেয়েছে র‍্যাব।

এর আগে গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। মা-বাবা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত সে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে। তার বাবা সজীব মিয়া বনশ্রীতে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন।
 

Walton
Walton